পুরাতন মালদা

মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

 

মাঝ বয়সী এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। যদিও মৃত মহিলার ছেলের দাবি মা অসুস্থ থাকায় সম্ভবত মানসিক অবস্থাতে আত্মঘাতী হয়েছে। অন্যদিকে এলাকাবাসীর অভিযোগ ছেলে এবং বৌমা মিলে গলা টিপে মেরে ফেলেছে। যদিও পুরো ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।

    জানা গেছে, মৃত মহিলার নাম রত্না সরকার। বয়স ৫৫ বছর। বাড়ি পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের নজরপুর গ্রামে। পরিবারে তার একমাত্র ছেলে এবং পুত্রবধূ রয়েছে। মৃত মহিলার ছেলে সুব্রত সরকার জানায়, গোটা রাত মা অসুস্থ ছিল। তাকে নিয়ে আমরা জেগে ছিলাম। সকাল নাগাদ বাথরুমে যায় এবং বাথরুম থেকে ফিরে এসে দেখি মা ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলছে।

 

    কিন্তু অন্যদিকে পাড়া-প্রতিবেশীদের অভিযোগ, ছেলে এবং বৌমা মিলে মৃত মহিলার উপরে অত্যাচার করত। এমনকি মারধরও করত। প্রতিবেশীরা আরও জানান, মৃত মহিলার গোটা শরীর যদি তদন্ত করে দেখা যায় দেখা তবে আঘাতের চিহ্ন অবশ্যই পাওয়া যাবে। তাই এলাকাবাসীর দাবি মৃত মহিলার ছেলে এবং বৌমার যেন উপযুক্ত শাস্তি হয়।

 

    পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় এবং পুরো ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।